top of page

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি মামলার শুনানি পিছিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট


কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডি মঙ্গলবার ৩রা অক্টোবর মঙ্গলবার ইডি জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্ত তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তাতে অপারগতা দর্শিয়ে জানান যে তিনি দিল্লীতে কর্মসুচিতে ব্যস্ত আছেন।


তিনি যে হাজিরা দিতে পারবেন না, তা আগেই জানিয়েছিলেন তিনি। তাঁর এই প্রতিক্রিয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডি-কে নির্দেশ দেন যে ৩রা অক্টোবর অভিষেক সংক্রান্ত সংস্থার তদন্ত প্রক্রিয়া কোনোভাবেই না ব্যহত হয়।


তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, অভিষেক সংক্রান্ত মামলার শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল, ৪থা অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি উদয় কুমার এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।


এর আগে, ইডি-র জিজ্ঞাসাবাদ এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কৌশলের আশ্রয় নেন। তিনি বিচারপতি অমৃতা সিনহার সর্বশেষ নির্দেশের ব্যাখা চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির আবেদন করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের ভিত্তিতে আগামীকাল ডিভিশন বেঞ্চেই দুপুর সাড়ে বারোটায় এই মামলার শুনানি হবে।


হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে যেহেতু তাঁর তরফ থেকে ইডি বা হাইকোর্টে ৩রা অক্টোবর শুনানিতে হাজির না থাকবার কোনো চিঠি আসেনি, সেই কারণে বিচারপতি এই বিষয়ে প্রশ্ন তোলেন।


অভিষেক যে হাজিরা দেবেন না বা দিতে পারবেন না, তদন্তকারী সংস্থাকে লিখিত আকারে জানিয়ে না দেওয়াটাকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ একটি ত্রুটি হিসেবেই দেখেছে।


এবার দেখা যাক, শুনানির বিষয়ে এই বিলম্ব লিপস অ্যান্ড বাউন্ডস-এর এক অধিকর্তার বিষয়ে ইডি-র তদন্ত প্রক্রিয়ায় অনাবশ্যক জটিলতা তৈরি করবে না একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে কলকাতা হাইকোর্টের বেঞ্চকে সাহায্য করবে আগামীকাল।

Comments


bottom of page