top of page

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করবে কলকাতা হাইকোর্ট?


“পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে” – এই মর্মে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং আরো অনেকে।


কেন্দ্রীয় বাহিনী সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয়নি এবং শান্তিপূর্ন নির্বাচন করতে ব্যর্থ হয়েছে কমিশন – এই অভিযোগগুলি তাঁরা তাঁদের মামলায় উল্লেখ করেছেন।

আগামী ২১শে সেপ্টেম্বর প্রধান বিচারপতির বিচারপতির ডিভিশন বেঞ্চ জানাবে আদালত অবমাননার মামলা তাঁরা খারিজ করবে কি না।


তবে অন্য একটি মামলায় রাজ্যের হলফনামা তলব করল আদালত। সেই নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে হলফনামায় জানাতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নের উত্তর। যেমন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গন্ডগোল মৃতদের নাম সহ সম্পূর্ন তালিকা; ভোটের কাজে কতজন হোমগার্ডকে নিযুক্ত করা হয়েছিল? রাজ্যের প্রকল্প অনুযায়ী কোন কোন মৃত ব্যক্তির পরিবার ২ লাখ টাকা পেয়েছেন ? আহত বা গুরুতর আহতরা কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন না?


আগামী ২৬ শে সেপ্টেম্বরের মধ্যে সরকারের হলফনামা তলব করেছে আদালত।

Comments


bottom of page