চাকরিপ্রার্থী গ্রুপ ডিরা বিক্ষুব্ধ অনেকদিন থেকেই। যার জেরে তারা একটি মিছিল করতে চান বুধবার। তবে সেই মিছিলে বাধা দেন রাজ্য সরকার।
মঙ্গলবার রাজ্যের বাঁধা খারিজ করে দিলে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট রায় দিল ক্যামাক স্ট্রিটের উপর দিয়েই যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল।
হাজরা মোড় থেকে কালীঘাট হয়ে হরিশ মুখার্জি রোড দিয়ে আবার হাজরা পর্যন্ত মিছিল করার আবেদন করেছিলেন গ্ৰুপ-ডি ঐক্য মঞ্চের চাকরিপ্রার্থীরা। পুলিশ সেই অনুমতি দেয়নি। ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।
রাজ্য গত বুধবার হাই কোর্টকে জানায় যে, ওই এলাকায় মিছিল হলে ট্রাফিকের সমস্যা হবে। তার সঙ্গে এও জানায় যে মিছিলের রুটের অনেক অংশে ১৪৪ ধারা জারি রয়েছে। যার ফলে মিছিলের রুট বদল করে দেয় তারা।
বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ মত থিয়েটার রোড থেকে মিছিল শুরু করার সিদ্ধান্ত নেয় তারা। ফলে রুট দাঁড়ায় ক্যামাক স্ট্রিট, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড় দিয়ে হাজরা মোড়ে মিছিল শেষ হবে। তাতেও রাজ্য আপত্তি জানায়।
তাদের বক্তব্য অনুসারে কেমিস্ট্রির এলাকায় স্কুল রয়েছে ফলে মিছিল হলে স্কুল পড়ুয়াদের অসুবিধা হবে। রাস্তার ওপর দিয়ে মিছিল হলে যাতায়াত করা পড়ুয়াদেরও হবে অসুবিধা।
বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন, ক্যামাক স্ট্রিট এলাকায় কোন স্কুল নেই । তাছাড়া এটি একটি শান্তি মিছিল হবে কোনও ধর্না কর্মসূচি নয়।
রাজ্য কালীঘাট এলাকার ওপর কোন মিছিলের অনুমতি দেয়নি। তাই ক্যামাক স্ট্রিটে এর ওপর মিছিল থাকলে রাজ্যের অসুবিধার বিষয়টি কোথায়? প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
রায়দানের সঙ্গে তিনি রাজ্যের আবেদন খারিজ করে দিলেন সাথে বললেন "মিছিল হবেই।" তিনি আরো বললেন যে স্পেশাল চ্যানেল করতে যাতে স্কুল পড়ুয়াদের কোন অসুবিধা না হয়।
মামলাকারীদের আইনজীবী কৌস্তুভ বাগচীর বক্তব্য পুলিশদের কথা অনুসারে কালীঘাট এলাকায় তারা মিছিল করছে না। আদালত অনুমতি দেওয়াতে মিছিলের জায়গা পরিবর্তন করে নিয়ে এসেছে ক্যামাক স্ট্রিটে। তবে সেখানেও রাজ্য স্কুল পড়ুয়াদের অসুবিধা হওয়া নিয়ে মিছিল নাকচ করে দিয়েছিল। শেষে প্রমাণিত হলো সেই এলাকায় কোন স্কুল নেই।
তবে, ক্যামাক স্ট্রিটে এলাকায় রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস।
ফলে প্রশ্ন উঠছে তার জেরেই কি ক্যামাক স্ট্রিটেও মিছিলে আপত্তি জানালে রাজ্য?
Comments