সাধারণত এমন বিরল দৃশ্য বিদেশের মাটিতেই ঘটে,
অথবা সিনেমার পর্দায়। তবে এবার ঘটলো এই দেশের ব্যস্ততম এক রাস্তায়।
হেলিকপ্টারটি রাস্তার উপর নামতেই হাজার হাজার পথচারী দাঁড়িয়ে দৃশ্যটির সাক্ষী থাকলেন। এক্স (টুইটার) ব্যবহারকারী এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
পূর্ব বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোন্টিক্স লিমিটেডের অফিসের কাছে হেলিকপ্টারটি নামে।
যানবাহন থামিয়ে সকলেই এই দৃশ্য দেখতে মশগুল হয়ে যায়।
X-এর ব্যবহারকারীরাও এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন কারণ তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, "আজ আমার বসকে বলেছিল একটি পাখি রাস্তা পার হচ্ছে তাই আজ আমি দেরি করেছি।"
এই ট্র্যাফিক ঘটনাগুলি বেঙ্গালুরুর দৈনন্দিন জীবনের একটি অংশ কিন্তু কিছু ঘটনা বাসিন্দাদের একই পরিমাপে হতবাক এবং আনন্দিত করে।
ওই পোস্টটি করার পর মানুষের ভিড় বেড়ে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়।
Comments