খবরের জেরে টনক নড়ল প্রশাসনের, বাঁকুড়া জন্ডিস গ্রামে স্বাস্থ্য দফতর
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 24, 2023
- 1 min read
বাঁকুড়া গ্রামে প্রায় আড়াইশো জন জন্ডিসে আক্রান্ত এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর ও প্রশাসন। তড়িঘড়ি গ্রামে পাঠানো হল মেডিক্যাল টিম। শুরু হল সচেতনতা প্রচার অভিযানও।

রাজ্য জুড়ে ডেঙ্গি মহামারীর মাঝেই বাঁকুড়ার সাতমৌলী গ্রামে গেড়ে বসছে জন্ডিস। গ্রামে গত আড়াই মাস ধরে জন্ডিস আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে আড়াইশো ছুঁয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতর শুধুমাত্র এলাকার ব্যবহার্য একাধিক নলকূপের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দায় সারে বলে অভিযোগ ।
এই খবর সম্প্রচার হয় WTN বাংলায়। আর তারপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর ও স্থানীয় সাতমৌলী গ্রাম পঞ্চায়েত। বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের যৌথ উদ্যোগে শনিবারই গ্রামে যায় মেডিক্যাল টিম। গ্রামবাসীদের স্বাস্থ্য-বিধি হাতেকলমে বোঝানোর পাশাপাশি উপসর্গ থাকা ব্যাক্তিদের রক্তপরীক্ষা করা হয়।
এদিকে প্রশাসনের তরফে ইতিমধ্যেই গ্রামের সমস্ত নলকূপকে জীবানুমুক্ত করা হয়েছে। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত।
স্থানীয়দের দাবী শুধুমাত্র সচেতনতা প্রচার অভিযান বা মেডিক্যাল টিম পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এলাকায় যথাযথ নিকাশি ও সাফাই এর ব্যবস্থা করতে হবে। গ্রাম পঞ্চায়েতের দাবী প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই ওই গ্রামে জন্ডিস নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
Comments