top of page

দিল্লির গোপন ডেরায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ মেয়ে পুতুলের, মুজিবকন্যার পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা

সেখ হাসিনার ভিসা বাতিল করেছে আমেরিকা, ব্রিটেন
সেখ হাসিনার ভিসা বাতিল করেছে আমেরিকা, ব্রিটেন

আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে নিয়ে উড়ে আসা বাংলাদেশ সেনার বিমানটি ফিরে গিয়েছে ঢাকায়। নিরাপত্তার  বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজধানীর একটি গোপন ডেরায় রাখা হয়েছে হাসিনাকে। আপাতত তাঁকে কিছু দিন সময় দিয়েছে ভারত। দিল্লির সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে বুধবার তাঁর সঙ্গে দেখা করতে আসেন দিল্লি নিবাসী মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল।


জানা গিয়েছে, এদিন সকালেই দেশবাসী ও আন্দোলনরত ছাত্রদের জন্য একটি লিখিত বার্তা দিয়েছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। বার্তায় কোন পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেই কথা জানিয়েছেন তিনি। তবে এই বার্তার সত্যতা যাচাই করে নি কোনও সংবাদসংস্থা ও WTN নেটওয়ার্ক।


অসমর্থিত সূত্রে পাওয়া খবর, হাসিনা বার্তায় লিখেছেন, ‘আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন না দেখতে হয় তার জন্য। তোমাদের (ছাত্রদের) লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হয়েছিল। আমি হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হয় না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয়।’ 


Comentarios


bottom of page