top of page

‘কোনও দেশেই আশ্রয় চাননি মা’, দাবি হাসিনার ছেলে জয়ের


সেখ হাসিনা ও তার পূত্র জয়
সেখ হাসিনা ও তার পূত্র জয়

সোমবারই ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন দিল্লির সেফ হাউসে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, আরও ৪৮ ঘণ্টা এদেশে থাকবেন তিনি। কিন্তু এর পর কোথায় যাবেন মুজিবকন্যা? এই নিয়ে জল্পনার মাঝেই তাঁর ছেলে জানিয়েছেন শেখ হাসিনার ভারত ছাড়ার পরিকল্পনা নেই। সজীব ওয়াজেদ জয়ের উধ্বৃতি তুলে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিনাপুত্র বলেছেন, ”শেখ হাসিনা ভালো আছেন। এখন দিল্লিতে আছেন। আমার বোন ওঁর কাছে আছে। আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তাঁর খুবই মন খারাপ।” সেই সঙ্গেই তাঁর দাবি, তাঁর মা কোনও দেশেই আশ্রয় চাননি।


পাশাপাশি জয়ের আরও দাবি, হাসিনার (Sheikh Hasina) ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত সোমবার নয়, নেওয়া হয়েছিল রবিবারই। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”উনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা করবেন, তিনি পদত্যাগ করছেন। এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওঁর প্ল্যান। তবে যখন তাঁরা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করল তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই। তোমায় এখনই বেরিয়ে যেতে হবে।”


জয় কি আওয়ামি লিগের নেতৃত্ব দিতে পারেন ভবিষ্যতে? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি বলেন, ”তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হল। তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হল। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি। আমরা এখানে সেটেলড।”

Comments


bottom of page