৬৮ বছরে তৃতীয়বার বিয়ে করলেন ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে। লন্ডনে বাজল বিয়ার সানাই ।
রবিবার লন্ডনের একটি অনুষ্ঠান হলে শীর্ষ আইনজীবী তথা ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেলের বিয়ের আসর বসেছিল। হরিশ সালভে এবং ত্রিনার বিয়ের অনুস্ঠানে অতিথি তালিকায় ছিলেন নীতা আম্বানি, ললিত মোদী, উজ্জ্বলা রাওতের মত নামীদামী ব্যক্তিত্বরা।
১৯৮২ সালে মীনাক্ষী সালভের সঙ্গে বিয়ে হয় হরিশ সালভের। ৩৮ বছর বিবাহিত জীবন কাটানোর পর ২০২০ সালে বিচ্ছেদ হয় মীনাক্ষী এবং হরিশের। সেই বছরেই ক্যারোলিন ব্রসার্ডকে বিয়ে করেন হরিশ।কিন্তু সেই বিয়েও টেকেনি। এবার তিন বছরের মাথায় তৃতীয়বার বিয়ের পিঁড়িত বসলেন ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে। কেক কাটা, বিবাহের শপথ নেওয়া, আইনি বিয়ের জন্যে সাক্ষর সব কিছুই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Comments