top of page

কসবা ছাত্রমৃত্যুর পর বন্ধ সিলভার পয়েন্ট, স্কুল খোলার দাবি মৃত শানের বাবারও

স্কুল খোলার দাবি করলেন শেখ শানের বাবা শেখ পাপ্পু। ‘ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন ' বৈঠকে হারিদেবপুরের সিলভার পয়েন্ট স্কুল খোলার দাবি করলেন তিনিও।



বেসরকারি স্কুলগুলির অভিভাবকদের সংগঠন ‘ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন ' বৈঠকে শেখ পাপ্পু জানায় তার ছেলের অস্বাভাবিক মৃত্যুর পর কেন স্কুল বন্ধ করা হলো। বাকি পড়ুয়াদের তো পড়াশোনায় ক্ষতি হচ্ছে। পুলিশের নির্দেশ ছাড়াই স্কুল বন্ধ করা হয়েছে।


একজন অভিভাবক জানায়, তাদের সন্তানরা বাড়িতে থেকে অবসাদে ভুগছে। পড়াশোনা করছে না। শিক্ষা বর্ষের মাঝে হঠাৎ স্কুল বন্ধ। কবে খুলবে জানা নেই।


সংগঠনের সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, নিরপেক্ষ ভাবে যাতে শানের মৃত্যু তদন্ত করার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবেন। স্কুল ইতিমধ্যেই খোলার দাবি জানায়।


গত ৪ সেপ্টেম্বর কসবার বেসরকারি স্কুলে পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল শানের। এই ঘটনায় স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শানের বাবা। এর পরেই পুলিশ তদন্ত শুরু হয়েছে। এরপর অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধের নোটিস দেন কর্তৃপক্ষ।

Comments


bottom of page