top of page

তড়িঘড়ি বন্ধ হরিদেবপুরের ব্লাইন্ড স্কুল, যৌন নির্যাতনের খবরের পরেই গেটে তালা

যৌন নির্যাতনের খবর আসতেই হারিদেবপুরের ডি এফ ব্লাইন্ড স্কুলের গেটে তালা। বিনা নোটিশে বন্ধ হল স্কুল।




পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে, পড়ুয়া ও আবাসিক সব মিলিয়ে ৭৭ জনকে সি ডাবলু সি তে পাঠানো হয়েছে। স্কুলের মালিকের গ্রেপ্তারের পর বন্ধ হল স্কুল। গেট বন্ধ।


নোটিশ না থাকা সত্বেও, স্কুল ও হোস্টেলের মালিক এবং প্রিন্সিপাল গ্রেপ্তারের পর গেটে ঝুলছে তালা। তাতে আতঙ্ককিত অভিভাবকেরা।


বৃহস্পতিবার রাতে হরিদেবপুরের এই ব্লাইন্ড স্কুলে আবাসিক ছাত্রীদের যৌন লির্যাতনের অভিযোগ ওঠে। তারপর শুক্রবার এই ঘটনার কথা জানাজার হতেই তৎপর হয় প্রশাসন। তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই স্কুলের মালিক, রাঁধুনী ও এক মহিলা কর্মীকে। পুলিশ সূত্রে খবর, ওই তিন ব্যক্তিই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এদিকে সংবাদমাধ্যমে ঘটনার কথা প্রকাশ হতেই রাজনীতির ঝড় বয় বাংলা।


মালিক গ্রেফতারের পর তড়িঘড়ি স্কুলের গেটে তালা ঝোলানো হল। তাতেই উঠছে প্রশ্ন। এই স্কুলের আড়ালে আর কী কী চালাত অভিযুক্তরা।

Comments


bottom of page