কলকাতায় বোমাতঙ্ক, ময়লা স্তূপ থেকে উদ্ধার তার জড়ানো বস্তূ
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 17, 2023
- 1 min read
রবিবার কলকাতা হরিদেবপুর এলাকায় একটি ময়লার স্তূপে বোমা আকৃতির জিনিস উদ্ধার করা হয়। ব্যাটারির সঙ্গে সবুজ-লাল রঙের তার বাঁধা। ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ।

হরিদেবপুর ব্যানার্জিপাড়ায় একটি ময়লা স্তূপে পুরসভার কর্মীরা পরিষ্কার করার সময় বোমার মতো দেখতে একটা জিনিস দেখতে পায়। তারপরেই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়।
ঘটনাস্থলে জিনিসগুলি পরীক্ষা করার জন্য বোম্ব স্কোয়াডের সদস্যেরা পৌঁছায় । প্রাথমিক ভাবে তারাও মনে করছেন এগুলো বোমা।
এলাকায় অনুসন্ধান চালাচ্ছেন বোম্ব স্কোয়াডের কর্মীরা। রয়েছে পুলিশি কুকুরও। সন্দেহজনক কিছু নমুনা সংগ্রহ করছে।
Comentarios