বিসলারির সঙ্গে অতীতে কথা হলেও চূড়ান্ত হয়নি চুক্তি, তবে এবার হলদিরামকে কিনতে ইচ্ছুক টাটা কনজিউমার প্রোডাক্টস।
হলদিরামের ৫১% কিনতে চাইছে, কিন্তু ১০ বিলিয়ন ডলারের দাবিটি মেনেও নিয়ে চুক্তিবদ্ধও হতে পারছে না টাটা কনজিউমার্স।
নোনতা ভুজিয়া এবং মিষ্টির বিষয়ে প্রতিটি বাড়িতে পরিচিত নাম হলদিরামস। হলদিরামের সারা দেশে ১৫০ টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে, যেখানে মিষ্টি এবং অনেক ধরনের খাবার পাওয়া যায়।
হলদিরামের সঙ্গে টাটা গ্রুপ-এর আলোচনা অনেকটা এগোলেও কোম্পানির মূল্য ৮৩,১৪৩ কোটি টাকা নিয়ে এখনও উভয় পক্ষ সহমত হতে পারছে না।
টাটা কনজিউমার প্রোডাক্টের কতৃপক্ষ এই চুক্তি বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। হলদিরামের সিইও কৃষ্ণ কুমার চুটানিও এই চুক্তির বিষয়ে কিছু বলতে রাজি হননি।
চুক্তিটি সম্পন্ন হলে পেপসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে টাটা গ্রুপ।
Comments