রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগণার কাশিপুর থানার পুলিশ দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে এক আই এস এফ কর্মীর বাড়ি থেকে বন্দুক এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করলো।
ঘটনাটি কাশিপুর থানার পানাপুকুর গ্রামের।
খবরটি গোপন সুত্রে পেয়ে উত্তর ২৪ পরগণার কাশিপুর থানার পুলিশ দক্ষিণ ২৪ পরগণার পানাপুকুর গ্রামে হানা দেয়। সেখানে আই এস এফ কর্মী শেখ করিমের বাড়ি থেকে দুটি বন্দুক সহ বোম তৈরির প্রায় এক বস্তা সরঞ্জাম এবং প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
আগ্নেয়াস্ত্র সহ একাধিক সামগ্রী উদ্ধারের ঘটনা নিয়ে আইএসএফকে তীব্র আক্রমণ করেছে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকাত মোল্লা।
আইএসএফ-এর পক্ষ থেকে দাবি করা হয় পুলিশ বেছে বেছে আইএসএফ কর্মীদের বাড়িতেই সার্চ করছে। তাদের দলের পক্ষ থেকে অভিযোগ যে এলাকায় বহু তৃণমূল কর্মীর বাড়িতে বোমা আর বন্দুক মজুদ করা রয়েছে, অথচ খবর পাওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অন্যের কাছে অস্ত্র রয়েছে বলেই একটি দল অস্ত্র মজুত করছে তার সদস্যদের ঘরে ঘরে! এই যুক্তি কি আদৌ সমাজ বা আইনের চোখে গ্রাহ্য হতে পারে?
Comments