top of page

ময়লা ফেলার বচসায়, গুলি চললো কলকাতায়

ময়লা ফেলা নিয়ে তর্কবিতর্ক ফ্ল্যাটের এক বাসিন্দার সাথে এলাকাবাসীর। শহরে ফের রাতে চললো গুলি। এবার ময়লা ফেলার প্রতিবাদ করায় কসবা বৈকুণ্ঠ ঘোষ রোডের একটি ক্লাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।



মঙ্গলবার রাতে সাড়ে দশটার সময় গুলি চালায়। কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনস্থলে আসে। অভিযুক্তের নাম সৌমিত মন্ডল , কসবা থানার পুলিশ সৌমিত মন্ডলকে আটক করে নিয়ে গেছে।


অভিযুক্তর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। লাইসেন্সড ফায়ার আর্মস থেকে দু রাউন্ড গুলি চালায়। অভিযুক্তকে ফায়ার আর্মস সহ গ্রেফতার করা হয়েছে। বন্দুকটি কার খতিয়ে দেখা হচ্ছে।


যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কেউ আহত হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।


কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।


Comentarios


bottom of page