সোমবার সকাল সাতটা নাগাদ বাস দুর্ঘটনা সল্টলেক কলেজ মোড়ে। দুই বাসের মধ্যে রেষারেষি করতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। বাসে রেষারেষির ঘটনা এই শহরে প্রায়ই ঘটে থাকে। যাত্রীদের চলাচল করতে হয় প্রাণ হাতে নিয়েই। আজ সোমবার ছুটির দিনে ফের বাস রেষারেষির ঘটনা ঘটলো শহরে। খবর পাওয়া যাচ্ছে এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী জখম।
সল্টলেক সেক্টর ফাইভ এর কলেজ মোড়ে সোমবার ঘটনাটি ঘটে। কে বি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটার সাইডের দিকে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি অন্য বাসের সঙ্গে রেষারেষির কারণে সিগন্যাল ভেঙ্গে যাওয়ার চেষ্টা করে।
সেই সময়ে আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি সজোরে বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলে বাসটি উল্টে যায়। বাস যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন যাত্রী জখম।আহতদের বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।রেষারেষির কারণে বাসের গতি যথেষ্ট বেশি ছিল। বাসটির সামনে থাকা একটি মোটর বাইককে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়।
বাসের মধ্যে ৩০ জন যাত্রী ছিলেন বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষে তাদের কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় দুই বাইক চালক আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। ক্রেন দিয়ে এসে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্থ বাস চালককে আটক করা হয়। দুর্ঘটনার ফলে রাস্তায় যান চলাচলে সাময়িকভাবে প্রভাব পড়েছিল তবে ছুটির দিন হওয়ায় হেনস্থার মুখে পড়তে হয়নি অফিস যাত্রীদের।
Comments