গতকাল লক্ষ্মীপুজোর দিন রাজ্যের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা
আবারও সরকারের সঙ্গে আলোচনার দাবি তুললেন। তাদের দাবি, এবারে রাজ্য সরকার তাঁদের সঙ্গে আলোচনায় না বসলে তারা এই ধর্না দিন, রাত চালিয়ে যাবেন। রাজ্যের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, কাল বিকেল ৪টের পরেও তাদের ধর্না চালিয়ে যেতে থাকেন। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এসে এরপর পরিস্থিতি সামাল দেয়।
মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ৪৩০ দিন ধরে এই ধর্না চালাচ্ছেন রাজ্যের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ওই মূর্তির নীচে ধর্না চালাচ্ছেন, তাদের সেখানে পুলিশি অনুমতি আছে, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ধর্না চালানোর। গত সপ্তাহেও তারা পুলিশ-প্রশাসনকে জানিয়েছিল, রাজ্য সরকার তাদের সঙ্গে নিয়োগের বিষয়ে আলোচনায় না বসলে বিকেল ৪টের পরেও তারা লাগাতার ধর্না চালিয়ে যাবেন; এই কথা জানালেন, গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের অন্যতম নেতা আশিস খামরুই। ২৮শে অক্টোবর রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবার সুযোগ পাবেন তারা; পুলিশ গিয়ে এই প্রতিশ্রুতি দেয় তাদের। কিন্তু অভিযোগ উঠে আসে, সেই দিন প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তাই তারা আবারও এই ধর্না শুরু করেন।
পুলিশের প্রতিনিধিরা শনিবার এসে বলেন, ধর্না তুলে নিতে। কিন্তু সেই ধর্না তোলা হয়নি। এই বিষয়ে পুলিশের সঙ্গে বচসাও বেঁধে যায় তাদের। সরকারি প্রতিনিধিদের সঙ্গে কথা না বলা পর্যন্ত এই ধর্না তারা বজায় রাখবেন, জানালেন আশিস খামরুই।
শেষে ২৯শে অক্টোবর পুলিশ আবারও প্রতিশ্রুতি দেয় যে, সরকারের কোনও শীর্ষ প্রতিনিধির সঙ্গে তাদেরকে আলোচনায় বসানো হবে। বিকেল ৪টের পরে আবারও সেই প্রতিশ্রুতি মেনে ধর্না তুলে নেন তারা। তবে সরকারের সঙ্গে রবিবারও আলোচনায় বসার ব্যবস্থা না হলে, তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এই ধর্না দিন, রাত চালিয়ে যাবেন, এমনটাই জানালেন রাজ্যের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা।
Comments