আগামীকাল শনিবার, অর্থাৎ ৯ই সেপ্টেম্বর শুরু হতে চলেছে জি-২০ সম্মেলন। আর তারই সাফল্য কামনায়গোয়ালির ঘাটে গঙ্গা পূজো সারলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপালকে পুজোয় সঙ্গ দিয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য। উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী, যাদবপুর সহ আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
তিনি বলেন যে কোন মহৎ কাজের পূর্বে মাতৃ বন্দনা অনিবার্য । কারণ তিনি মনে করেন শীর্ষ বৈঠকে নিজের সেরাটাকে উপস্থাপন করা ভারত তথা বাংলার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আন্তর্জাতিক সম্মেলনের অতিথি আপ্যায়নের তোড়জোড় জোর কদমে শুরু করে দিয়েছে ভারত সরকার। সূত্রে খবর, সোনা ও রূপোর খোদাই করা পাত্রে পরিবেশন করা হবে অতিথিদের খাবার। এই অলংকরণের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে শীর্ষ নিয়ে যেতে চাই সরকার।
এই তুমুল তোড়জোড়ের মধ্যে গভর্নর সেরে ফেললেন আসল কাজ। যখন সমগ্র দেশ G-20' র উত্তেজনায় উৎসাহিত, এই একই সময়ে সমান্তরাল ভাবে চলছে রাজ্য সরকার ও রাজ্যপালের উপাচার্য বদল নিয়ে সংঘর্ষ।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে যখন তখন উপাচার্য বদল করে দিচ্ছেন রাজ্যপাল। কিন্তু এইভাবে তিনি শিক্ষা ব্যবস্থাকে নড়বড়ে করতে দেবেন না, বলেন মাননীয়া।
তবে সেই কথায় বিচলিত না হয়ে সম্মেলনে সাফল্যের জন্যে গঙ্গা বন্দনা করলেন রাজ্যপাল।
Comentarios