top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে যাওয়ার আগে টেনশন দিতে চাইনাঃ রাজ্যপাল


রাজ্যপাল সিভি আনন্দ বোস গত শুক্রবার যে দুটি গোপনীয় চিঠি পাঠিয়েছিলেন সে বিষয়ে কোনো বিবরণ আজ সোমবার প্রকাশ করতে চাননি।


তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বিদেশ সফরে যাওয়ার আগে কোনো চাপ বহন করুক তিনি চাননা। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী ফিরে আসার পর এই বিষয়ে তিনি আলোচনা করবেনঃ

"যা গোপনীয় তা গোপনীয় থাকা উচিত। রাজ্যে যে চিঠি পাঠানো হয়েছে,সেই বিষয়ে আলোচনা করার সময় নয় এখন,কারণ আমার সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে তাকে নিয়ে কোনো টেনশন দিতে চাই না।"


রাজভবনে সাংবাদিকদের তিনি বলেন, "তিনি যখন বিদেশ সফরে থাকবেন তখন তাকে তার সাথে কোনো লাগেজ না নিতে দিন। তিনি ফিরে এলে আমরা এটি নিয়ে আলোচনা করব।"


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিরোধের জন্য রাজ্যপাল সিল করা চিঠি গুলো পাঠিয়েছেন।

Comentários


bottom of page