রাজ্যপাল-উপাচার্য বৈঠকের সময়েই প্রশ্ন উঠছে, স্থায়ী উপাচার্য বাছাই প্রক্রিয়া কতদিনে কার্যকর হবে
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 25, 2023
- 1 min read

রবিবার বিদেশ যাওয়ার আগে রাজ্যপাল বৈঠক করলেন রাজ্যের উপচার্যদের সঙ্গে। এদিন তিনি জানতে চান উপচার্যদের কাছে কোন বিদ্যালয়ের কী পরিস্থিতি।
বাকিদের সঙ্গে বৈঠকে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনি জানান বর্তমান শিক্ষাপ্রাঙ্গনের পরিস্থিতি। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, তাঁকে সরানোর চক্রান্ত চলছে।
রাজ্যপাল আরো কয়েকটি বিষয়ে খোঁজ নেন রাজ্যের অন্তর্বতী উপাচার্যদের থেকে। তার মধ্যে আছে, বিদ্যালয়গুলিতে পরীক্ষা এবং ফল প্রকাশ ঠিকঠাক হচ্ছে কি না; অ্যান্টি রাগিং সেল তৈরী হচ্ছে কি না, হলে ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে কি না। এই দিন মাতৃভাষার মাধ্যমে পড়াশোনার উপরেও রাজ্যপাল জোর দিয়েছেন।
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে গিয়ে, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যাদবপুরের পরিবেশ তখনি ফিরবে যখন সমন্বয়ের পরিবেশ আসবে। সবসময় যদি রাজ্যকে প্রতিপক্ষ ভাবা হয় তবে সমন্বয় কিভাবে হবে?
শিক্ষা মন্ত্রী এমন প্রশ্ন করে সোজা রাজভবনের দিকেই নিশানা করলেন।
এদিকে অন্তর্বতী উপাচার্যদের সঙ্গে বৈঠকে কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে উপাচার্যদের কাজ করার নির্দেশ দিলেন রাজ্যপাল।
বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে খোঁজখবর নিতে রাজ্যপাল যখন এই বৈঠকে ব্যস্ত, তখন সুপ্রিম কোর্টের নির্দেশমতো স্থায়ী উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটি তৈরির প্রক্রিয়া চলছে।
এর আগেও রাজ্যপাল রাজভবনে উপাচার্যদের নিয়ে বৈঠক করেছেন। রাজভবনের বাইরে উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয় ও রাজ্য প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়েও উপাচার্যদের নিয়ে বৈঠক করেছেন।
Comments