top of page

দার্জিলিঙে বৈঠক তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে, আজই কলকাতায় রাজ্যপাল?

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

রবিবারই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সন্ধ্যের মধ্যেই কলকাতা ফিরতে চান তিনি।রাজভবনের আধিকারিকদের একথা জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল রবিবার দিন তিস্তার আশেপাশের এলাকা বাজার পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখান থেকে তার কথা ছিল দার্জিলিং ফিরে মধ্যাহ্নভোজন সেরে ফিরে আসার। প্রশাসনের সূত্রে খবর, তিস্তার বাজার থেকে নেমে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে যাবেন। এরপরই ফিরবেন কলকাতায়। তবে কলকাতায় ফিরে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা! তা নিয়ে এখনো ধন্দ রয়েছে।


এদিকে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্র একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি দাবি করেন, "১০০ দিনের কাজের বকেয়া নিয়ে তৃণমূলের সমস্ত দাবি যে ন্যায়সঙ্গত তা মেনে নিয়েছেন রাজ্যপাল"। তিনি আরও লেখেন, সবেমাত্র দার্জিলিংয়ের রাজভবন থেকে রাজ্যপাল বেরিয়ে এলেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, "যদি কোন রাজনৈতিক চাপ আসে উনি কিছু করতে পারবেন না।"


এদিকে রাজ্যপাল দার্জিলিঙে দাঁড়িয়ে এমন কথা বলায়, স্বাভাবিক কারণেই উচ্ছ্বসিত অভিষেক। তৃণমূল সাংসদ কলকাতায় বলেন, "আমার ভেবে অবাক লাগল রাজ্যপালের একটাই কর্মসূচি ছিল তৃণমূলের সঙ্গে দেখা করা। তাহলে আপনি কলকাতায় এলেন না কেন? সবাই দেখা করতে পারতো।" আমাদের দাবি যে ন্যায়সঙ্গত রাজ্যপাল তা স্বীকার করেছেন। উনি বলেছেন, কলকাতায় ফিরে দেখা করবেন তবে রাজনৈতিক চাপ থাকলে কিছু করতে পারবেন না সেটাও রাজ্যপাল বলেছেন।


উল্টোদিকে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের এই বৈঠক প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, রাজ্যপাল দেখা করবেন কিনা সেটা রাজ্যপালই জানেন। আমি রাজভবনের প্রতিনিধি নই। তবে রাজ্যপালের ব্যবস্থা নেওয়া উচিত। ১৪৪ ধারা অগ্রাহ্য করে একটা নাটক মঞ্চস্থ হবে বিধি ভেঙ্গে রাজভবনের সামনে মঞ্চ হবে এটা কোনদিনও হয়নি পশ্চিমবঙ্গে "।

Comments


bottom of page