গবেষণা ও পঠন-পাঠন নিয়েই দীর্ঘ দু'ঘণ্টা উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন রাজ্যপাল। বিদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনও পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মৌ স্বাক্ষরিত হচ্ছে? বিশ্ববিদ্যালয় ধরে ধরে পর্যালোচনা রাজ্যপালের।
বিশ্ববিদ্যালয়গুলি গবেষণা ও পঠন-পাঠনের জন্য গত জুন মাসে শেষের দিকেই "কলকাতা কমিটমেন্ট" চালু করেছিলেন রাজ্যপাল। তার লক্ষ্য পূরণে কতটা এগোতে পারল বিশ্ববিদ্যালয়গুলি তা এদিন উপাচার্যদের থেকে জানেন রাজ্যপাল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে জেনে নেন কেমন চলছে যাদবপুর? বিশ্ববিদ্যালয় গুলিকে একাডেমিক এক্সেলেন্সে নিয়ে যেতে হবে। ভার্চুয়ালি বৈঠকে উপাচার্যদের উদ্দেশ্য করে বলেন রাজ্যপাল বলেই সূত্রের খবর। রাজ্যপাল বলেন, "Ragging আটকাতে আপনাদের জিরো টলারেন্স নিতে হবে। Ragging আটকানোর জন্য সব কমিটি গুলোকে আপনারা পুনর্গঠন করুন। Ragging এর অভিযোগ এলে আপনাদের গুরত্ব দিয়ে দেখতে হবে।ক্যাম্পাসে ragging কখনো কাম্য নয়।"
Comentarios