আগামী মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যপাল। ১২ দিনের জন্য আমেরিকা যাচ্ছেন তিনি।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিদেশ সফরে থাকবেন অন্য কয়েকটি রাজ্যের রাজ্যপাল।
আমেরিকায় সরকারি কর্মসূচির ছাড়াও রয়েছে একটি সাহিত্য সম্মেলন। যেখানে অংশ নেবেন বোস। আমেরিকার ভারতীয়দের সাথেও সাক্ষাৎ করার কথা। সব অনুষ্ঠান মিটিয়ে আগামী ৭ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ দিনের স্পেন- দুবাই সফর সেরে ফেরেন দেশে। বিদেশ সফরের সময়েই মুখ্যমন্ত্রী জানতে পারেন রাজ্যপালের বিদেশ সফরের কথা। কারণ, রাজ্যপালকে বিদেশ সফরে যাওয়ার আগে অনুমোদন নিতে লাগে।
Commentaires