top of page

২০২৪ অস্কার অ্যাওয়ার্ডের জন্যে ভারতের প্রতিনিধিত্ব করতে পারে 'দ্য কেরালা স্টোরি' অথবা 'ঘুমর'

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

অস্কার নির্বাচন কমিটি এই বছরের ভারতীয় চলচ্চিত্রের অফিসিয়াল প্রবেশ নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। খুব তাড়াতাড়ি সারা ভারত থেকে প্রায় ২০টি ছবির মধ্যে থেকে একটি ছবি নির্বাচন করে মূল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে পাঠানো হবে।


আপাতত জানা যাচ্ছে যে আর বালকি নির্দেশিত ‘ঘুমর’ এবং সুদীপ্ত সেন নির্দেশিত ‘দ্য কেরালা স্টোরি’ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া-র প্রাথমিক বাছাই পর্বে রয়েছে।


আজ ১৮ সেপ্টেম্বর চেন্নাইতে অস্কার পুরস্কারের মনোনয়নের জন্য ভারতীয় চলচ্চিত্রগুলির প্রদর্শনী শুরু হয়েছে। ২৩ সেপ্টেম্বর নির্বাচন ঘোষণা করা হবে।


প্যান নলিনের 'দ্য লাস্ট ফিল্ম শো ' গত বছর অস্কার নির্বাচন ভারতের অনুষ্ঠানে প্রবেশ হিসাবে নির্বাচিত হয়েছিল।


তার আগে ‘মাদারইন্ডিয়া’, ‘লগান’এবং ‘আরআরআর’-এর মতো ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের প্রতিযোগিতায় ‘বিদেশী চলচ্চিত্র’ বিভাগে প্রতিযোগিতায় ছিল।

Comments


bottom of page