পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের কিসমত দীর্ঘগ্রাম হাই স্কুলে শিক্ষকদের কথা অমান্য করে 'ট্যাঙ্কির জল না খেয়ে পাম্প চালিয়ে পানীয় জল খেয়েছে' - এই অপরাধে স্কুলের প্রধান শিক্ষক তপন দোলুই এক ছাত্রকে বেধড়ক মারধর করে বলে জানাচ্ছে।
যুবকের নাম রোহিত পাঁজা, নবম শ্রেণীর ছাত্র। এরপরে স্কুল এই অসুস্থ হয়ে পড়েছিল রোহিত।
এরপর স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার কথা রোহিতের পরিবারকে জানায়নি , স্কুলের তরফ থেকে এমনই অভিযোগ রোহিতের পরিবারে। শুক্রবার সন্ধ্যে নাগাদ রোহিত অসুস্থ হলে, রোহিতের বাবা-মা তাকে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এর পরেই সমস্ত ঘটনা জানাজানি হতে শনিবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায় রোহিতের পরিবার। যদিও এই দিন স্কুলে প্রধান শিক্ষক না আসায় দীর্ঘক্ষণ বিক্ষোভের পর রোহিতের পরিবার পরবর্তী দিনেও শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ দেখাবেন বলেই জানা যায়।
যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন জবাব দেয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষকের সাথে আমরা ফোনে যোগাযোগ করলে উনি বলেন এটি স্কুলের ব্যক্তিগত বিষয়, আমরা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলবো না। এই কথাই হয়েছে রোহিতের পরিবারের সঙ্গে। তবে শিক্ষকের কখনোই গায়ে হাত তোলা উচিত নয়।
কিন্তু রোহিতের পরিবার কি থানায় যোগাযোগ করে গোটা বিষয়টি জানাবেন?
댓글