top of page

ব্রিজের কাজ চলছে ধীর গতিতে, সমস্যায় গ্রামবাসীরা


পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকা। ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মাঝে বয়ে গিয়েছে ঝুমি নদী।প্রতিবছর ঝুমি নদীর জলে প্লাবিত হয় মনসুকার বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, ধীর গতিতে ব্রিজের কাজ চলছে , আড়াই মাস ধরে নাকি আড়াইটি পিলার উঠেছে।


ধীরগতিতে কাজ চলার ফলে বহু মানুষের অসুবিধা হচ্ছে , হুগলি থেকে মনসুকা পেরিয়ে ঘাটালে আসে বহু মানুষ।

প্রতিদিন এই ঝুমি নদী পারাপার করেই হাসপাতাল, স্কুল, কলেজ,হাট বাজার সহ নানান কাজের জন্য দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের আসতে হয় ঘাটাল মহকুমা শহরে।


ঝুমি নদীর ওপর নেই কোন স্থায়ী সেতু তাই বাঁশের সাঁকো, নৌকো চড়ে পারাপার চলে। স্থানীয়দের চাহিদাকে মাথায় রেখেই ২০২১সালের ২২ শে জানুয়ারী তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ঝুমি নদীর উপর কংক্রিটের সেতুর শীলান্যাস করেন।গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে প্রায় কুড়ি কোটি টাকা অনুমোদিত হয়, শুরু হয় ব্রিজ তৈরীর কাজ।


ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর অবশ্য পুরো অভিযোগটি চাপিয়েছেন ঠিকাদারি সংস্থার উপর। তার দাবি খুব ধীর গতিতে কাজ হচ্ছে। জেলাশাসকও এই নিয়ে ঠিকাদারি সংস্থাকে ধমক দিয়েছেন। আমরা চাই ব্রিজের কাজ দ্রুত হোক।


তবে এই মুহূর্তে কাজ বন্ধ। ফলে সমস্যার মুখে পড়ছে স্থানীয়রা। তাদের দাবি এই কাজ দ্রুত গতিতে চালু হোক এবং সমস্যার সমাধান হোক।

Comments


bottom of page