top of page

ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বর যেন মশার আঁতুড়ঘর,যত্রতত্র জমে রয়েছে জল, ভয়ে আম জনতা


পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধিন,ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক মহিলার। এছাড়াও নানান জ্বর উপসর্গ নিয়ে ৪০থেকে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন ।


ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে একাধিক গর্ত । তাতে জমেছে জল। কোথাও এবড়ো খেবড়ো রাস্তা। তাতেও জল জমে রয়েছে । জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পৌর এলাকায় প্রচার চালানো হচ্ছে । কিন্তু স্বাস্থ্য দপ্তরের নিজের ঘরেই জমে রয়েছে জল। তারপরও হুশ ফিরেনি স্বাস্থ্য দপ্তরের , এমনই অভিযোগ করছেন হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়রা।


ঘাটাল হাসপাতালের সুপার সুব্রত দে-র দাবি প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই জল জমছে। তবে জমে থাকা জল পরিষ্কার করা হচ্ছে নিয়মিত।

Comments


bottom of page