top of page

ধুপগুড়ি গদেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড বিজেপি দখলের পরেও কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপির জেলার


গদেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড বিজেপি দখলের পরেও কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপির জেলার নেতারা।প্রধান নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের এক অংশের মধ্যে ক্ষোভ ।বিজেপি জেলা নেতা দধি রাম রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ।বিক্ষোভের মুখে বিজেপির জেলা সম্পাদক মাধব চ্ন্দ্র রায়ও।পরিস্তিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ, ঘেরাও মুক্ত করা হয় নেতাদের।


দীর্ঘ টালবাহানার পর অবশেষে বোর্ড গঠন হলো ধূপগুড়ির গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতে এককভাবে বোর্ড গঠন করলো বিজেপি। বিধানসভার উপনির্বাচনে বিজেপি হারলেও গ্রাম পঞ্চায়েত টি দখল করায় খুশি বিজেপির কর্মী সমর্থকরা।তবে তাল কাটে নির্দল এর টিকিটে জিতে আসা পঞ্চায়েত কে প্রধান করার আশ্বাস দিয়েও প্রধান না করায়। রিতিমত ক্ষোভে ফেটে পরেন পার কুমলাই এলাকার কর্মী সমর্থকরা।


এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। বিধানসভা না জিতলেও গ্রাম পঞ্চায়েতে দখল করে খুশি বিজেপি।এই নিয়ে ধূপগুড়ি ব্লকের ৯ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩ টি দখল করলো বিজেপি ৬ টি তৃনমুল।


ধূপগুড়ি গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৩ তার মধ্যে তৃণমূলের ৯, সিপিআইএম ২, বিজেপির ১১,নির্দল ১।

নির্দল কে প্রধান করার প্রতিশ্রুতি দিয়ে বোর্ড গঠনের আগে বিজেপি তে যোগদান করানো হয়। আর এ দিন ভোটাভুটির সময় নির্দলের হয়ে জিতে আসা পঞ্চায়েত সদস্য আফতার উদ্দিন কে প্রধানের নাম প্রস্তাব না করে বিজয় কুমার রয় কে প্রধান করা হয় এবং উপ প্রধান করা হয় কৃষ্ণা রায় কে।



Comments


bottom of page