জি-২০ সম্মেলন উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিরা ভারতে আসছে। তাদের সবাইকে হোটেলে খাবার পরিবেশন করা হবে রুপো এবং সোনায় মোড়ানো ধাতবপাত্রে।
জি-২০ উপলক্ষে উপস্থিত প্রত্যেক রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের থাকবার জন্য দিল্লি এবং গুরুগ্রামের ১১টি বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়েছে।
হোটেলগুলো জাঁকজমকে সাজানোর পাশাপাশি কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। অতিথিদের পছন্দমতো খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা পরিবেশন করা হবে সোনা-রুপোর পাত্রে। তাতে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিক ফুটে উঠবে তাদের কাছে।
বিদেশি অতিথিদের সঙ্গে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকে চেনানোর জন্য এই আয়োজন করা হয়েছে। এই পাত্রগুলির থিম হিসেবে রাখা হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া'।
পাত্রগুলোতে রয়েছে বিভিন্ন রাজ্যের শিল্পে র চিহ্ন, নানান সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় পাখি ময়ূরের নকশাও রাখা হয়েছে।
ইতিমধ্যেই প্রত্যেক হোটেলে সব পাত্র পরীক্ষা-নিরীক্ষা করে পাঠিয়ে দাওয়া হয়েছে। এইসব পাত্রের সাথে মানানসই রুপোর লবণ এবং মরিচের পাত্রও পাঠানো হয়েছে।
দেবমাল্য ভট্টাচার্য
Comments