রবিবার উদ্বোধন রাঁচি - হাওড়া বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেসের। এই বিশেষ ট্রেনটির ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেনের সুবিধে পাবে পুরুলিয়া জেলাবাসীও।
পূজোর আগে পুরুলিয়ার জেলা পেল বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস। পুরুলিয়ার রেল স্টেশন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ভোর ৫:১৫ রাঁচি থেকে ছাড়বে। হাওড়ায় পৌঁছাবে বেলা ১২:২০। ট্রেনটি ফেরত যাবে দুপুর ৩:৪৫ হাওড়া থেকে। আর রাঁচিতে পৌঁছাবে রাত ১০:৫০।
ট্রেনটি গন্তব্য স্টেশন ছাড়া, চারটি স্টেশনে দাঁড়াবে। মুড়ি, পুরুলিয়া জংশন , টাটানগর এবং খড়্গপুর স্টেশনে। সকাল ৭:১৫ তে পুরুলিয়া পৌঁছাবে বন্দে ভারত। সেখানে দুই মিনিট দাঁড়াবে।
এছাড়াও দেশের আরও ৯টি বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Comments