top of page

অশান্তি অব্যাহত, মণিপুরে খুন কুকি-গায়ক । মুখোমুখি সংঘর্ষ, গোলাগুলি, মণিপুরে হত ৬



গানে গানে প্রশ্ন করেছিলেন,-'আই গাম হিলো হাম', Isn’t this our land! 'এটা আমাদে দেশ নয়?' মণিপুরে জাতিদাঙ্গা শুরু হওয়ার আগে ও পরে, কুকিদের মধ্য জনপ্রিয় ছিলেন গীতিকার এমএস মঙ্গবোই। বৃহস্পতিবার তিনি খুন হন। এই ঘটনা সহ, এদিন আরো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



কুকি-এলাকা চুড়াচাঁদপুর ও মেইতেইদের এলাকা বিষণপুরের মাঝে মঙ্গলবার সংঘর্ষ শুরু হয়। দুই সম্প্রদায়ের মধ্যে লাগাতার গুলি বিনিময় হয়।


এই ঘটনার পর কুকি-সংগঠন আইটিএলএফ চুড়াচাঁদপুরে বনধের ডাক দেয়। এরই মধ্যে গুলিবিদ্ধ হন কুকি-গায়ক এলএস মঙ্গবোই। পুলিশ আহত অবস্হায় তাঁকে উদ্ধার করে। চুড়াচাঁদপুরের সোনটাল থেকে আইজল নিয়ে যাবার পথে তাঁর মৃত্যু হয়।

Commenti


bottom of page