জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশির আগে রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শনিবার তৃণমূলের তরফে মধ্যমগ্রাম শহরে মিছিল বার করা হয়। তার সামনেই ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে বর্তমান খাদ্যমন্ত্রীর প্রশ্ন, " ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছিলেন তার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই কি এইসব গ্রেফতারি? " নিজেই দিয়েছেন জবাব। তাঁর দাবি, "সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের লোকেদের হয়রান এবং হেনস্থা করছে,বিজেপি। এর প্রতিবাদে আমরা আন্দোলন করছি। তবে, জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। তবে বর্তমানের দাবি, "এখনও তদন্ত শেষ হয়নি তদন্ত শেষে কি হয় দেখা যাক!"
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থা কেমন রয়েছে! হৃদযন্ত্রের অবস্থা বুঝতে শনিবার করা হয়েছে হল্টার মনিটরিং। হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে জ্যোতিপ্রিয়ের। তার মধ্যে শুক্রবার তার শরীরের সুগারের মাত্রা আচমকা বেড়ে গিয়েছিল। পালস রেট কম ছিল। হার্টবিটও কম । এছাড়াও তাঁর কিডনির অসুখ রয়েছে। এই কারণেই বেশ কিছু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। অভিযুক্ত মন্ত্রী চিকিৎসাধীন থাকায় হাসপাতালে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়কে সারাদিন টানা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ইডির হানা শুনেই হুঁশিয়ারি দিয়েছিলেন, বালুর কিছু হলে কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপির বিরুদ্ধে এফ আই আর করা হবে।
আদালতের রায় শুনেই জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়েন। তারপরই জ্যোতিপ্রিয়কে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তার কিডনিতে সমস্যা রয়েছে। এছাড়াও অনেক সমস্যা রয়েছে সুগারের মাত্রা বেড়েছে। তাছাড়া মাথা ঘোরা,বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা রয়েছে পরীক্ষা করে শারীরিক অন্যান্য সমস্যাও ধরা পড়েছে।
Comments