top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

প্রবল বৃষ্টিতে খানাকুলের একাধিক এলাকা জলমগ্ন। জল ঢুকছে বাড়িতে



খানাকুলে মুন্ডেশ্বরীর জল উপচে নতুন করে প্লাবিত একাধিক গ্রাম।জল ঢুকেছে একাধিক বাড়িতে।জল উঠেছে গ্রামের রাস্তা সহ রাজ্য সড়কেও।কোথাও হাঁটু জল আবার কোথাও কোমড় জল পেরিয়ে যাতায়াত চলছে।আবার বেশ কিছু নীচু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।



ডুবে গেছে পানীয় জলের কল।খানাকুলের দুটি ব্লকের প্রায় ১০ টি পঞ্চায়েত জলমগ্ন পরিস্থিতি।ইতিমধ্যেই খানাকুল থেকে গড়েরঘাট গামী রাজ্য সড়কে জল উঠায় ওই এলাকায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।দুর্যোগে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।ভয় বাড়াচ্ছে টানা বৃষ্টি।একাধিক এলাকায় করা হয়েছে ত্রান শিবির।


তবে ত্রান শিবির করা হলেও প্রশাসনের কর্তাদের দেখা না মেলায় ক্ষোভ বাড়ছে দুর্গতদের মধ্যে। আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।তৃণমূলের দাবি তাদের পক্ষ থেকে সমস্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করা হলেও এলাকার বিজেপি বিধায়ককে দেখা যাচ্ছে না।



যদিও পাল্টা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, খানাকুলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হলেও বিজেপির জনপ্রতিনিধিদের ডাকা হয়নি।

Comentarios


bottom of page