সুন্দরবনের কুলতলিতে ম্যানগ্রোভ কেটে চলছে ৩০ বিঘার মাছের ভেড়ি নির্মাণ। মাছের ভেড়ি তৈরি করার জন্য মাটির বাঁধ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের ১ নম্বর গরানকাঠি গ্রামের নৈপুকুরিয়া নদীর চরে ম্যানগ্রোভ ও গাছ কেটে মেছভেড়ি করা হচ্ছে। দিনের আলোতে জঙ্গলের গাছ কাটা হচ্ছে। গ্রামবাসীরা প্রতিবাদ করলে, তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
বারুইপুর রেঞ্জের পিয়ালী বিট অফিসের কোনও নজরদারি নেই বলে অভিযোগ ওঠে। বিট অফিসে কোনও অফিসারকেও দেখা যায় না এলাকায়।
কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল জানান, জঙ্গলে আগে যতোবার ম্যানগ্রোভ কাটা হয়েছে , প্রশাসন একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। ফাঁকা নদীর পাড়ে গাছ লাগানো হয়েছে।
এই ম্যানগ্রোভ কাটার খবর পেয়ে এর বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
Commentaires