আগামী ২৩ সেপ্টেম্বর 'এক দেশ, এক ভোট’ নিয়ে প্রথম বৈঠক। শনিবার ওড়িশার থেকে এমনটাই জানালেন কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
গত ২ সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ' ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন ' আলোচনার জন্য একটি কমিটি গঠন হয়। ছয় জন সদস্যকে নিয়ে গঠিত কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুলাম নবি আজাদ, এনকে সিংহ, সুভাষ সি কাশ্যপ, হরিশ সালভে এবং সঞ্জয় কোঠারী।
কংগ্রেস দলকেও এই কমিটিতে রাখবার আমন্ত্রণ জানানো হয়। কংগ্রেসের অন্য আরেক জনকে কমিটিতে না রাখবার প্রতিবাদে কমিটির সদস্যপদ প্রত্যাখ্যান করেন অধীর রঞ্জন চৌধুরী। ফলে কংগ্রেস এবং বিরোধী দলগুলি থেকে কোনো প্রতিনিধি এই কমিটিতে উপস্থিত থাকছেন না
কেন্দ্রের দাবি, 'এক দেশ, এক ভোট’ লোকসভা ভোট এবং রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হবে। তাতে নির্বাচনের খরচা কমবে। একটি ভোটের তালিকাতেই দু’টি নির্বাচন হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার যুক্তি দেখাচ্ছে যে ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না।
কিন্তু দেশের উন্নয়নের এই ঘোষিত লক্ষ্য ছাড়াও কি আর কোনো অঘোষিত লক্ষ্য নেই ক্ষমতাসীন বিজেপি দলের?
Comments