top of page

আসানসোলে ফের দিনের আলোয় পেট্রোল পাম্পে গুলি চালালো দুষ্কৃতীরা

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN


আবারও আসানসোলে চললো গুলি। এবার ঘটনাস্থল আসানসোলের সালানপুর। বুধবারের পর এবার বৃহস্পতিবার। গুলি চালানোর ঘটনায় চঞ্চল্য ছড়ায় এলাকায়।


বৃহস্পতিবার বিকেল ৩:৪৫ নাগাদ একটি স্কুটিতে চড়ে তিনজন যুবক একটি পেট্রল পাম্পে আসে তেল ভরাতে। এরপর তারা ওই পাম্পের এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলে।


তেল দেওয়া শেষ হতেই সেই ৩ যুবকের মধ্যে একজন তার কাছে থাকা বন্দুক বার করে করে ওই মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু মিসফায়ার হয়ে যাওয়ায় ওই কর্মী ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়।


এদিকে ওই তিন দুষ্কৃতী স্কুটিতে চেপে পালানোর সময় আতঙ্ক ছড়াতে আরও এক রাউন্ড গুলি চালায়। যদিও সেই গুলিটি কারোর লাগেনি।


এরপর খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Comments


bottom of page