top of page

আগুন ধরে ভয়াবহ অবস্থা ডানকুনি কার্টুন গোডাউনে, দমকল ভোরেই হাজির


কাক ভোরে ডানকুনির মোল্লাবেড় এলাকার দিল্লি রোডের পাশে একটি কার্টনের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ডানকুনি থেকে দমকলের ১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয়।


পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


ডানকুনি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক এম রহমান জানান, ভোর ৪টে নাগাদ ফায়ার কল পেয়ে তারা আসেন। মূলত এই গোডাউনে বিপুল পরিমাণ কার্টুন অনেকই ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে ।


তবে এর পাশপাশি গোডাউনের ফায়ার এক্সিট ব্যবস্থাও ঠিক নেই বলে দাবি ফায়ার আধিকারিকের। তবে কি কারণে আগুন এখনও পুরোপুরি বন্ধ হচ্ছে না? তদন্তে ডানকুনি থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড।

Comments


bottom of page