সোমবার মাঝরাত থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতর পুড়ছে । রাট ২টোর পর আগুন লাগে। মঙ্গলবার সকাল ৯টা আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ১০ থেকে ১২ টি দমকলের ইঞ্জিন কাজ করেছে।
মাঝরাত থেকে দাউদাউ করে জ্বলছিল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতর। বাইরে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকলকর্মীরা। এরপর হোস পাইপ দিয়ে জল দাওয়া হয় । প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কী কারণে এই আগুন তা এখনো জানা যায়নি। তদন্তের কাজ চলছে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। কোন হতাহতের খবর নেই। রাতেরবেলা দফতরে কোনো কর্মী ছিল না। কিন্তু অনেক জরুরি সরকারি কাগজপত্র নষ্ট হয়েছে।
দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও জানান, কী ভাবে এই আগুন লাগে তার ফরেন্সিক তদন্ত হবে। অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ ঠিক ভাবে কাজ করছে কিনা দেখা হবে।
Comments