বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও রাস্তা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আদিবাসী কুড়মি সমাজ। স্বাভাবিক হল রেল পরিষেবা।
পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ প্রত্যাহার করে আদিবাসী কুড়মি সমাজ। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কুড়মিদের এই আন্দোলনকে বেআইনি ঘোষণা করে আদালত।
অন্যদিকে পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপের কারণে আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হয় আন্দোলনকারী কুড়মিরা।
পুরুলিয়ার কুস্তাউর স্টেশন এর মতন ছন্দে ফিরল খড়গপুর খেমাশুলি রেল স্টেশন এবং ৬ নম্বর জাতীয় সড়ক।
আজ, বুধবার ২০ সেপ্টেম্বর, সকাল থেকে রেল পুলিশের রুট মার্চ চলছে। স্বাভাবিক রয়েছে রেল পরিষেবা ও জাতীয় সড়কে যানবাহন চলাচল।
যাতে কোন অপ্রীতিকর ঘটনা আগে না ঘটে তার জন্য বিভিন্ন স্টেশনে মোতায়ন রয়েছে বিশাল রেল পুলিশ। জাতীয় সড়কের উপরে টহল দিচ্ছে জেলা পুলিশের টিম।
コメント