top of page

রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে এবার রাজ্যপাল-শিক্ষামন্ত্রী দ্বৈরথ

আজ দিল্লি থেকে ফিরে রাজ্যপাল এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সি ভি আনন্দ বোস, কড়া ভাষায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করেন। রাজ্যপালের বক্তব্য, তিনি বিশ্ববিদ্যালয়েগুলিকে দুর্নীতি মুক্ত করতে চান।



রাজভবন থেকে রাজ্যবাসীদের জন্য একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে আজ, যেখানে রাজ্যপাল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে মন্তব্য করেছেন।


বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হিসেবে তিনি বলেন, "শিক্ষামন্ত্রী বেআইনি ভাবে উপাচার্য নিয়োগ করেন। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে পদত্যাগ করতে হয়।"


তিনি সেই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত একটি পরিবেশ তৈরি করতে চান। অন্তবর্তীকালের জন্য উপাচার্য নিয়োগ করেন আচার্য। এই ভিডিয়োতে উনি স্বীকারও করেন যে, রাজ্য সরকারের উপদেশ ছাড়াই তিনি এই নিয়োগগুলি করছেন।


অন্যদিকে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে কটাক্ষ করে 'যাহা চালভাজা, তাহাই মুড়ি' এই প্রবাদ বাক্যটির অনুসরণে মন্তব্য করেছেন, "যিনি আচার্য, তিনিই উপাচার্য"।


রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর এই বিরোধ-মূলক আচরণ এবং বক্তব্য শোনবার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা কোনদিকে এগোচ্ছে ? এই চাপান-উতোরে কি পড়ুয়াদের আদৌ কোনো উন্নতি হওয়া সম্ভব?


বর্তমানে যা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কি তার চেয়ে উন্নত শিক্ষাব্যবস্থা বা প্রশাসন নিশ্চিত করতে পারবেন কলেজ সরকার-পরিচালিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে? রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিই বা কবে মিটবে?


সাধারণ মানুষের এমন নানান প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দফতর।



Yorumlar


bottom of page