top of page

জলঙ্গিতে পঞ্চায়েত সমিতি গঠনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বৃহস্পতিবার জলঙ্গি পঞ্চায়েত সমিতি গঠনকে নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত সমিতি গঠনের আগে জেলার যুব তৃণমূল সভাপতি রাকিবুল ইসলাম আর বিধায়ক আবদুর রাজ্জাক মধ্যে দ্বন্ধ লাগে।



রাকিবুল দাবি করেছিলেন তৃণমূল এককভাবে স্থায়ী সমিতি গঠন করবে। কিন্তু রাকিবুলের অনুগামীদের কোনঠাসা করতে বিরোধীদের সঙ্গে নিয়ে তিনটি ভোটের ব্যবধানে স্থায়ী সমিতি গঠন করলেন বিধায়ক আবদুর রাজ্জাক।


ভোটের পক্রিয়া ছেড়ে বেড়িয়ে আসেন নির্বাচিত সদস্যরা। স্থায়ী সমিতি গঠনের পরে ক্ষোভ প্রকাশ করেন জেলার যুব তৃণমূল সভাপতি। তিনি জানান, জলঙ্গির বিধায়ক জেলা ও রাজ্য নেতৃত্বের নির্দেশ সম্পূর্ন অমান্য করে তার পুরোনো দল সিপিআইএম-কে সঙ্গে নিয়ে স্থায়ী সমিতি গঠন করেছেন। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। আমরা বৃহত্তর আন্দোলনে নামব।


বিধায়ক আবদুর রাজ্জাক বলেন, তৃণমূলের পক্ষ থেকেই স্থায়ী সমিতি গঠন করা হয়েছে। বিরোধীরা তৃণমূলের সমর্থনে ভোট দিতেই পারে।

Comments


bottom of page