কাশ্মীরের অনন্তনাগে গত চারদিন ধরে চলছে জঙ্গি-নিকেশ পর্ব
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 16, 2023
- 1 min read
২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা যখন রদ করা হলো জম্মু-কাশ্মীরে, তখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেইই জোর গলায় বলেছিলেন, কাশ্মীরে এবার শান্তি ফিরবে। কিন্তু গত চার বছরে কাশ্মীর কতটা শান্ত হয়েছে, তা কাশ্মীরবাসীরাই বলতে পারবেন। তবে কাশ্মীর সংক্রান্ত খবরাখবরের স্রোত যে অনেকটাই রুদ্ধ হয়েছে, তা ভারতবাসী জানেন।
গত চারদিন ধরে কাশ্মীরের অনন্তনাগের জঙ্গলে অনবরত চলেছে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক এবং পুলিশ বাহিনীর গুলির লড়াই। শুক্রবার এই লড়াইয়ে সামরিক বাহিনীর এক কর্নেল, এক মেজ্র এবং এক পুলিশকর্তা জঙ্গিদের গুলির আঘাতে মারা গেছেন।
জানা যাচ্ছে, জঙ্গিরা পাহাড়ের মাথায় গুহায় লুকিয়ে লড়াই চালাচ্ছে। সেই জঙ্গিদের অবস্থান খুঁজে বার করতে সামরিক বাহিনী এবার ড্রোন উড়িয়ে শুধু জঙ্গিদের খুঁজেই বার করছে না, ড্রোনের সাহায্যে জঙ্গিদের উপর হামলাও চালাচ্ছে।
জঙ্গিদের নিকেশ করবার জন্যে রকেট লঞ্চার ব্যবহার করা হচ্ছে। সেনা সুত্রে খবর জঙ্গিদের সংখ্যা ৩ বা তার কিছু বেশি হতে পারে।
কাশ্মীর পুলিসের প্রধান জানিয়েছে যে জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে। অত্যন্ত দ্রুত তাদের কব্জা করা
হবে।
কাশ্মীর শান্ত হোক – ভারতের এই প্রার্থনা কবে সফল হবে?
Comments