১৪ ই অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। বাঙালি জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শোনার। এদিন সকাল থেকেই টেলিভিশন চ্যানেলগুলিতে সম্প্রচারিত হয় মহালয়া নিয়ে বিশেষ অনুষ্ঠান। এবার একই চ্যানেলে দেবীর দুর্গার ভূমিকায় থাকতেন চলে জগতে দুই নামাজাদা অভিনেত্রী।
মহালয়ার দিন কালারস বাংলা-য় 'দেবীপুরাণ' অনুষ্ঠানে দেখা যাবে কোয়েল মল্লিক এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। মহিষাসুরমর্দিনী রূপে দুই অভিনেত্রী বধ করবেন মহিষাসুরকে। তবে একই অনুষ্ঠানে দুজন দেবী দুর্গা কেন?
টলিউডের অন্তরমহলের খবর, চার ঘন্টা দীর্ঘ অনুষ্ঠানটি নবরূপে দুর্গা ও দশমহাবিদ্যার সংমিশ্রণ। ওর পাঁচটা থেকে নটা পর্যন্ত সম্প্রসারিত হবে এই অনুষ্ঠানটি।
নবরূপে মহাবিদ্যার দুর্গা রূপে থাকবেন কোয়েল মল্লিক। বেবি দশমহাবিদ্যার দুর্গার ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। এদিন সকালে দশমহাবিদ্যার দশটি রূপের বিভিন্ন রূপে দেখা যাবে টলিউডের অন্যান্য অভিনেত্রী।
Comments