top of page

ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, কানাডায় এক মহিলা নাগরিককে বিপুল আর্থিক প্রতারণা অভিযোগ

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। খাস কলকাতা থেকে কানাডায় এক মহিলা নাগরিককে বিপুল আর্থিক প্রতারণা অভিযোগ।


পুলিশ সূত্রে খবর, সেই মহিলা নাগরিক কানাডা পুলিশ এবং কানাডা সরকারকে এই প্রতারণার খবর জানানোর পর, কানাডা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিসের সিপির সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই কলকাতা পুলিশের সিপি ইনভেস্টিগেশনের অর্ডার দেয় লালবাজার সাইবার সেলকে।


ইতিমধ্যেই, কলকাতা পুলিশ উত্তরপ্রদেশের লখনউ থেকে ৪ জন এবং কলকাতা থেকে ১ জন প্রতারককে গ্রেফতার করেছে। আজ চার জনকে লখনউ আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।


পাশাপাশি আরেকজনকে বুধবার তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। সূত্রের খবর, এর আগেও একাধিক বিদেশি নাগরিকদের আর্থিক লোভ দেখিয়ে বিপুল অংকের আর্থিক প্রতারণা করতো এই দল।



Comments


bottom of page