নজরে এবার বেআইনি মদের স্টিকার কারখানা, খাস কলকাতায় রমরমা কারবার
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 24, 2023
- 1 min read

পুলিশের হদিশ বেরিয়ে এলো বেআইনি মদের স্টিকার কারখানা এবং গুন্ডা দমন শাখার অভিযান। বোতলের ছিপি এবং স্টিকার বেআইনি ভাবে তৈরি হতো সেই কারখানায়।
এছাড়াও নারকেলডাঙ্গা থানায় একটি বেআইনি মদের কারখানার অভিযোগ জানা গেছে। এই অভিযোগের ভিত্তিতে একজনকে পুলিশ গ্রেপ্তার করেন। তার বয়ানের ভিত্তিতে উল্টোডাঙ্গা থানার ক্ষুদিরাম বোস সরণিতে একটি বেআইনি মদের কারখানার খবর পাওয়া যায়।
সেখানে তদন্ত করে কিছু বোতলের ছিপি এবং স্টিকার উদ্ধার হয়েছিল, সেই জায়গা থেকে একজনকে পুলিশ গ্রেফতার করেছিলেন।
এখনও অবধি মোট পাঁচজন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ মনে করছেন অন্যান্য রাজ্যের যোগাযোগ রয়েছে এই বেআইনি মদের কারখানায়।
Комментарии