রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যেই এবার অবস্থানে প্রাক্তন উপাচার্যরা।
রাজভবনের উত্তর গেটের সামনে বিক্ষোভ সরকারপন্থী প্রাক্তন উপাচার্যদের। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজভবনের উত্তর গেটের ১০০ মিটারের মধ্যে অবস্থান বিক্ষোভ জানাচ্ছেন প্রাক্তন উপাচার্যরা।
এই অবস্থান মঞ্চে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন উপাচার্য , শিক্ষাবিদ ও সাহিত্যিকরা। অবস্থান মঞ্চে রয়েছেন ওম প্রকাশ মিশ্র , কবি সুবোধ সরকার সহ বিভিন্ন অধ্যাপক ও উপাচার্যরা।
তাঁদের দাবি, অস্থায়ী উপাচার্য নিয়োগের ফলে ব্যাহত হচ্ছে পড়ুয়াদের পড়াশোনা। এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ বেআইনি বলে মনে করছেন প্রাক্তন উপাচার্যরা।
প্রসঙ্গত গত ৩১ তারিখ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা।
৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দেন যে রাজ্যপালের এই ধরণের অনৈতিক সিদ্ধান্তের জের চলতে থাকলে তিনি স্বয়ং রাজভবনে অবস্থান বিক্ষোভে বসবেন।
দেবমাল্য ভট্টাচার্য
Comments