রবিবার সকালে কেরলের কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। কী কারণে বিস্ফোরণ ঘটে তা এখনো জানা যায়নি।
অনুষ্ঠানটিতে থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর তিনটি বিস্ফোরণ ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। পুলিশ খতিয়ে দেখছে এই বিস্ফোরণে জঙ্গি দলের কোন যোগ রয়েছে কিনা।
কালামাসেরি কনভেনশন সেন্টারে খ্রিস্টান দলের একটি কেন্দ্রীয় সম্মেলনে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। পুলিশ জানায় সকাল ৯ টার দিকে বিস্ফোরণের বিষয়ে একটি ফোন আসে এবং পুলিশের সহায়তা চাওয়া হয়।
Comments