top of page
Wrishita Mukherjee, WTN

কেরলের কালামাসেরির কনভেনশন সেন্টারে বিস্ফোরণ! সতর্কতা জারি দিল্লি, মুম্বইয়ে


কেরলের এর্নাকুলামের কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে পর পর বিস্ফোরণ ঘটে। কেরল পুলিশের দাবি, এই বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। সূত্র থেকে জানা যাচ্ছে, টিফিন বাক্সের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। রবিবার সকালে কোচির কালামাসেরির ওই কনভেনশন হলে ঘটে যাওয়া এই বিস্ফোরণের দায় স্বীকার করে ত্রিশুরের কোডাকারা থানায় আত্মসমর্পণ করেছেন ডোমিনিক মার্টিন নামে একজন ব্যক্তি। এই বিস্ফোরণে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে ফোনে কথা বলেছেন।


এই ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র দল। এনআইএ-র পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছে এনএসজি-ও। এই বিস্ফোরণের তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে।


কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মিডিয়াকে বলেছেন যে ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং পুলিশ এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এই মুহূর্তে কোচিতে রাজ্যের ডিজিপি-সহ বাকি কর্মকর্তারা গেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।


কেরলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটায়, সতর্কতা জারি করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। দিল্লির জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মুম্বই পুলিশও উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাণিজ্যনগরীর বিভিন্ন প্রান্তে সতর্কতা জারি করেছে।

Comments


bottom of page