top of page

EXCLUSIVE: অবশেষে তালা খুলল যাদবপুর কফি হাউসের, ল্যাপটপ ব্যান সহ একাধিক বিধি লাঘু কর্তৃপক্ষের

টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার তালা খুলল যাদবপুর কফি হাউসের। শনিবার ২৩ সেপ্টেম্বর নোটিশ দিয়ে যাদবপুর কফি হাউসের তালা খুলে দিলেন ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স অ্যাসোশিয়েশন।



কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে জানানো হয়েছে যাদবপুর কফিহাউসে ল্যাপটপ ব্যবহার করা যাবে না। একইসঙ্গে কফি হাউসে বসে কোনও কমার্সিয়াল কাজও করতে পারবেন না ক্রেতারা। অর্থাৎ, যাদবপুর কফি হাউসে বসে এবার থেকে মিটিং, বা কোনও আলোচনা করতে পারবেন না কী গ্রহকরা ?



পাশাপাশি ল্যাপটপ ব্যান নিয়ে ক্রেতাদের ক্ষোভ ও তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার নিন্দাও রয়েছে ওই নোটিশে। জানানো হয়েছে এবার থেকে যাদবপুর কফি হাউসের কোনও কর্মীর সঙ্গে ত্রেতারা খারাপ ব্যবহার করলে তা বরদাস্ত করা হবে না । এর আগা ল্যাপটপ ব্যান নিয়ে যে বাগবিতন্ডা হয় তার পরিপ্রেক্ষিতে যাদবপুর থানায় করা এফআইআর-এরও নিন্দা করা হয়েছে এই নোটিশে।

Comments


bottom of page