টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে বৃহস্পতিবার সকাল ১১ টায় এথিক্স কমিটিতে হাজির হয়েছিলেন মহুয়া মৈত্র। সেখানে জিজ্ঞাসাবাদের আড়াই ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর একটি বিরতি হয়। তারপর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এথিক্স কমিটির সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তাকে দুটি প্রশ্ন করা হয়েছে । এক, তিনি ব্যবসায়ী দর্শন হীরানান্দানিকে লগইনের আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন কিনা। দুই,বিদেশ থেকে মোট ৪৭ বার ঐ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা হয়েছে কিনা।
গত ২৬ শে অক্টোবর বিজেপি সাংসদ নিশিকান্ত এবং মহুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে এথিক্স কমিটি। এদিকে মহুয়া মৈত্র, এথিক্স কমিটিকে চিঠি পাঠিয়ে বলেন, কমিটি কত দুবছর ধরে কোন বৈঠক ডাকেনি। তা ছাড়াও তিনি কমিটির লক্ষণরেখা মনে করিয়ে দেন।বিরোধী সংসদের তরফে জানানো হয়েছে বৈঠকে অনেক রকম প্রশ্ন করা হয়েছে ব্যক্তিগত এবং অনৈতিক। এক সাংসদ বৈঠক চলাকালীনই সে বিষয়ে তথ্য সংবাদ মাধ্যমকে দিয়েছে।
কমিটির বৈঠকে তাকে অনেক অনৈতিক প্রশ্ন করা হয়েছে। এমনই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার বৈঠক থেকে বেরিয়ে যান মহুয়া মৈত্র সহ বিরোধী সংসদেরা। বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে মহুয়া বলেন, " এটা কি ধরনের বৈঠক? ওরা নোংরা প্রশ্ন করেছেন। "
Comments