নিউটাউন কারিগরি ভবনের পোস্ট অফিসে আড়াই মাস বাদে নথি ভেরিফিকেশনের সময় ধরা পড়ল চাকুরে। নাম কিশোর কুমার রায় বয়েস ২৬ উত্তর দিনাজপুরের বাসিন্দা।
শিক্ষাগত যোগ্যতার ভুয়ো প্রমাণপত্র ব্যবহার করে চাকুরে চাকরি পেয়েছে। সেই কারণেই চাকুরেটিকে গ্রেফতার করে টেকনোসিটি থানার পুলিশ।
কারিগরি ভবনের পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ড০ মিতালী দে ভেরিফিকেশন করার সময় এই চাকুরের জমা দেওয়া নথি যে জাল, তা ধরে ফেলেন। এরপর চাকুরের নামে অভিযোগ করা হয় থানায়। চাকুরের কাছ থেকে উদ্ধার হয়েছে তার শিক্ষাগত যোগ্যতার ভুয়ো নথি।
কিশোর কুমার রায়েরকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসা বাদ করেই জানতে পারে যে সে এই চাকরি জন্যে উত্তর প্রদেশের মাধ্যমিক পরীক্ষার্থীর ভুয়ো নথি ব্যবহার করে ছিল।
টেকনোসিটি থানার হেফাজতে আছে এখন কিশোর।
Comentarios